আশুগঞ্জ উপজেলাটি জীবনানন্দ দাসের রুপসী বাংলার এক প্রতিচ্ছবি। এখানে একদিকে ধান ক্ষেত পাশাপাশি কৃষকের ঘরে গোয়াল ভরা গরু সার সারি বাগান ও রাস্তার দু‘পাশে শ্যামলিমাময় শোভাবর্ধন গাছে ভরপুর। এ উপজেলাটি মেঘনার কোলে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর মিঠাপানির মাছ পাওয়া যায়। এ উপজেলায় বিদ্যু ও গ্যাসের সরবরাহ সহজলভ্য হওয়ায় এখানে চারশাতাধিক চাতাল কল গড়ে ওঠেছে পাশাপাশি কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস