আশুগঞ্জ উপজেলাটি একটি শিল্পবান্ধব উপজেলা। এ উপজেলার সাথে ঢাকা- সিলে ও চট্ট্রগ্রামের সাথে সড়ক, নৌ ও রেল পথের ভাল যোগাযোগ থাকায় এখানে সকল প্রকার ব্যবসা বনিজ্যের একটি কেন্দ্র হিসেবে অধিক জনপ্রিয় হয়ে ওঠেছে।উপজেলাটির নদীই এর পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীই এর প্রাণ । জীবন যাপন,রোজগার মূলত কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও নদীনির্ভর। ঘনবসতিপূর্ন এ উপজেলা খাদ্যে প্রায় স্বয়সম্পুর্ণ। বিদ্যুৎ ও সার উৎপাদনে এ উপজেলার রয়েছে অপরিসীম অবদান । বর্তমানে এখানে প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করছেন। বর্তমানে চালু আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজার কেমিকেল কোং লিমিটেড এর ২য় ইউনিট চালুর পকিল্পনা রয়েছে সরকারের। অভ্যত্মরীন ও আন্তর্জাতিক পন্য পরিবহনের ক্ষেত্রে আশুগঞ্জ নদীবন্দরের রয়েছে সমধিক গুরুত্ব। এখানে চারশতাধিক চাতাল কল রয়েছে। চাতালকলকে কেন্দ্র করে অর্ধশধাধিক সর্টার মিল ও ফিসফিড ও কাও ফিড কারখানা গড়ে ওঠেছে। এখানে সকল শিল্প কারখানায় প্রায় ত্রিশ হাজার লোক কর্মসংস্থান হয়েছে। বর্তমানে আশুগঞ্জ নদীবন্দরকে কেন্দ্র করে কন্টেইনার টানির্মাল নিমান কাজ চলমান। আশুগঞ্জে 328 একর জমি উপর ইকোনমিকেল জোন স্থাপন প্রক্রিয়াধীন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস