Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উপজেলা পরিষদের ১৭ তম সাধারণ সভার কার্যবিবরণীঃ

 

সভাপতি       ঃ    আবু আসিফ আহমেদ

                        চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ।

সভার স্থান     ঃ   উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষ ।

সভার তারিখ  ঃ    ১৪/০৯/২০১৫ খ্রিঃ ।

সভার সময়    ঃ       বেলা  ১১.৩০ঘটিকা ।                  

সভায় উপস্থিতির বিবরণী পরিশিষ্ট ‘‘ক’

 

     সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন।  অতঃপর উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জকে   সভা পরিচালনা করার অনুরোধ জানান । বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হলে  সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় তা দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর নিমেণাক্ত বিভাগ ভিত্তিক আলোচনা ও  সিদ্ধামত্মসমূহ গৃহীত হয়। 

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

(১) দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগঃ

(ক)  উপজেলা প্রকল্প  বাসত্মবায়ন কর্মকর্তা সভাকে জানান যে,  ২০১৪-২০১৫ অর্থবছরের বরাদ্দকৃত টিআর কাবিখা ও কাবিটা এবং ব্রিজের কাজ যথাসময়ে সমাপ্ত হয়েছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে পবিত্র ঈদুল আযহা উপলÿÿ বন্যক্রামত্ম/অন্যান্য দুর্যোগক্রামত্ম/দুস্থ ও অতি দুরদ্র ব্যক্তি পরিবারকে ভিজিএফ খাদ্য শস্য সহায়তা প্রদানের জন্য বিনামূল্যে বিতরণের নিমিত্ত ৪৩৮৮ কার্ডে অনুকুলে ৪.৩৮৮ মে: টন চাল বরাদ্দ পাওয়া গেছে। 

ক) সরেজমিনে কাবিখা ও টি আর প্রকল্প তদারকি করতে হবে।

উপজেলা প্রকল্প বাসত্মাবায়ন কর্মকর্তা, ট্যাগ অফিসার ও

চেয়ারম্যান, সকল ইউপি। 

২)  প্রকৌশল বিভাগ: উজেলা প্রকৌশলী জানান যে, ২০১৪-২০১৬ অর্থ বছরের এডিপির কাজ সমাপ্ত করা হয়েছে। ২০১৫-২০১৬ অর্থ বছরের বরাদ্দ পাওয়া যায়নি। তিনি রাজস্ব উদ্বৃত্ত এডিপি বাববদ প্রাপ্ত  ৩৯,০০,০০০/- টাকা হতে নিমেণাক্ত খাতওয়ারী প্রকল্প গ্রহনের জন্য চেয়ারম্যান সকলকে অনুরোধ জানান।

ক) যোগাযোগ ও ভৌত: মোট বরাদ্দ ১০.১ লÿ টাকা।  ( চেয়ারম্যান আশুগঞ্জ সদর ইউপি ৫.৫ লÿ এবং তালশহর ইউপি ৪.৬০ লÿ টাকা)

খ)  স্যানিটেশন খাত: মোট বরাদ্দ ৪.৫ লÿ টাকা (চরচারতলা ইউনিয়ন ৩.৫ লÿ টাকা এবং লালপুর ১.০০ )

গ)ÿুদ্র ও কুটির শিল্প: মোট বরাদ্দ ২.০০ লÿ টাকা (আড়াইসিধা ইউনিয়ন)

ঘ) শিÿা খাত:  মোট বরাদ্দ ৫.৬ লÿ টাকা (শরীফপুর ইউনিয়ন ২.৮ লÿ টাকা  এবং আড়াইসিধা .৮ লÿ টাকা, এবং দূর্গাপুর ২.০০ লÿ টাকা)

ঙ)কৃষি খাত: মোট বরাদ্দ ৪.২ লÿ টাকা (তারম্নয়া ইউনিয়ন ১.৯ লÿ টাকা লালপুর ২.৩ লÿ টাকা)

চ) নারী উন্নয়ন: মোট বরাদ্দ ১.০২ লÿ টাকা।

ছ)ক্রীড়া: মোট বরাদ্দ ২.০০ লÿ টাকা।

জ) সমাজকল্যান: মোট বরাদ্দ ২.০০ লÿ টাকা মাত্র।

ঞ) স্বাস্থ্য খাত: মোট বরাদ্দ ৩.৭ লÿ টাকা ( দূর্গাপুর ইউনিয়ন)

ট) মৎস্য খাত: মোট বরাদ্দ ১.০০ লÿ টাকা।

ঠ) মহিলা বিষয়ক: মোট বরাদ্দ .৮৮ লÿ টাকা ।

নীতিমালা মোতাবেক প্রকল্প গ্রহণ করতে হবে। 

উপজেলা নির্বাহী অফিসার, ও উপজেলা প্রকৌশলী

০৩। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগঃ

  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জানান যে,  স্বাস্থ্য কমপেস্নক্সে বহিঃ বিভাগে মোট রোগী = ২১৫৬জন। কমিউনিটি ক্লিনিকে রোগী = ১১৯১০জন। ইপিআই মহিলাদের টিকা = ১৫১০ জন। ইপিআই শিশুদের টিকা = ১৩৩৯ জন। কর্মকর্তা ও কর্মচারী  উপস্থিত ছিলেন এবং মাঠ কাজ সঠিক ভাবে চলিতেছে।

বহি©র্বভাগের রোগীদের নিয়মিত সেবা প্রদান অব্যাহত রাখতে হবে। 

উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

৪। কৃষি বিভাগঃ

উপজেলা কৃষি অফিসার সভায় জানান যে, চলতি খরিপ-২ মৌসুমে আশুগঞ্জ উপজেলায় ৩০৫০ হেক্টও জমিতে রোপাআমন আবাদ হয়েছে। তন্মধ্যে ১৯৫০ হেক্টও জমিতে উফশী ও ১১০০ হেক্টও জমিতে স্থানীয় জাতের রোপা আমন আবাদ হয়েছে। বন্যার পানি বিলম্বে নামার কারনে রোপা আমন আবাদ বিগত বছরের তুলনায় কম হয়েছে। তবে আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার আবাদ বিগত বছরেরর তুলনায় বৃদ্ধি পাবে বলে আশু করাযায়। সমসত্ম জমিতে উফশী জাতের সরিষা যেমন বারি সরিষা-১১৪ ও বারিস সরিষা ১৫ আবাদেও পদÿÿপ নেয়া হবে এবং বি এডিসিকে বীজ সরবরাহের জন্য অনুরোধ  জানানো হবে।

তিনি আরো জানান যে, সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের মজুদ ও প্রাপ্যতা সমেত্মাষজনক। দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে চলছে।

 

কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান অব্যাহত রাখতে হবে। বি এ ডিসির বীজ ডিলারগণ নির্ধারিত মূল্যে বীজ কৃষক পর্যায়ে সরবরাহের বিষয় নিশ্চিত করতে হবে।  ইউরিয়া সার হ্রাসকৃত মুল্যে সরবরাহ করতে ইউরিয়া সার পাচার হয় কিনা সেদিকে নজরদারী করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা

চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ।

 

 

০৫। প্রাণিসম্পদ বিভাগঃ

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান যে, সেপ্টেম্বর/১৫ মাসের কার্যক্রম নিমণরম্নপ:

ক্রমিক নং

কার্যক্রমের নাম

চলতি মাসের অর্জন

ক্রমপুঞ্চিত জুলাই/১৪-জুন/১৫

ক. ১

চিকিৎসা

ক) গবাদি পশু ৬৪৬ টি

খ) হাঁস মুরগি ৫৮৪৬টি

২৫৬১টি

২৩৯০৩ টি

টিকা প্রদান

ক) গবাদি পশু ৩৬০ টি

খ) হাঁস মুরগি ২১৩০০  টি

১৯৭৬ মাত্রা

৮২২০০মাত্রা।

কৃত্রিম প্রজনন

২৮২টি

১৩৬৬টি

নতুন খামার স্থাপন

ক) গবাদি পশু ১টি

খ) হাঁস মুরগি ৪টি

৪টি

১৫টি

প্রশিÿণ

-

১৫০জন

খ.

রাজস্ব প্রপ্তি

টিকাবীজ বিক্রি বাবদ ৫৬৫০/-

কৃত্রিম প্রজনন বাবদ ৬০৯৬/-

২৫৫৯৫/-

২৭৫৫৮/-

 

প্রতিটি খামারে নজরদারী  করতে হবে। জনগণকে গবাদি পশুপালন, হাঁস মুরগী চাষে উদ্বুদ্ধ করতে হবে। 

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,  ও চেয়ারম্যান সকল ইউনিয়ন পরিষদ।

০৬। মৎস্য বিভাগঃ

উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান যে,  জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অধীন ১৮৩২ জন জেলের চূড়ামত্ম অনুমোদিত তালিকা হতে ১৬২১ জন জেলের ছবি তোলার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং নিবন্ধিত জেলেদের আইডি কার্ড প্রদান করা হবে। এবং রাজস্বখাতে ৩৭৮ কেজি পোনা মাছ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।  মা ইলিশ নিধনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাঠ পযা©র্য় প্রতিটি খামার পরিদর্শন করা হচ্ছে এবং দাপ্তরিক অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে    

 

 মৎস্যজীবিদেরকে পরামর্শ প্রদান ও দাপ্তরিক সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এ উপজেলায় যেন কোন পুকুর মাছ চাষ বর্হিভুত না থাকে সেটি নিশ্চিত করতে হবে

 উপজেলা মৎস্য কর্মকর্তা।

০৭। বিএ ডিসিঃ

উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) বিএডিসি, আশুগঞ্জ সভাকে জানান যে, বরোপিটের ছাই অপসারনের ফলে দ্রম্নততম সময়ে সকল স্কিমে সবুজ প্রকল্পের পানি সরবরাহ করা সম্ভব হয়েছে। পানির প্রবাহ ভাল, কোন স্কিম থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। বকেয়া সেবকরের জন্য তাগিদ প্রদান করা হয়েছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ।

 বরো পিটের ছাই/বর্জ্য পুনরায় না ফেলাহয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ ও

উপ-সহকারী প্রকৌশলী বি এ ডি সি।

০৮। পরিবার পরিকল্পনা বিভাগঃ

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান যে আশুগঞ্জ উপজেলার আগস্ট/২০১৫ ইং মাসে নতুন খাবার বড়ি গ্রহীতার সংখ্যা ৬৬ জন, নতুন কনডম গ্রহীতার সংখ্যা ৩৪ জন. নতুন ইনজেকশন গ্রহীতার সংখ্যা ৫৯ জন, নতুন আইইউডি গ্রহীতার সংখ্যা ৩৭ জন, নতুন ইমপস্ন্যানন গ্রহীতার সংখ্যা ১৯ জন, নতুন স্থায়ী পদ্ধতি  গ্রহীতার সংখ্যা ১৩জন (পুরম্নষ ১ জন ও মহিলা ১২ জন) কন্ট্রাসেপটিভ গ্রহীতার হার ৭৭.৯৭%।

মোট সÿম দম্পতি ২৭৩২৮ জন।

মোট গ্রহণকারী জন ২১৩১০জন।

 

 এ উপজেলায় পরিবার পরিকল্পনার কার্যক্রম জোরদার করতে হবে।

 

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।

৯ । সমাজসেবা বিভাগঃ

সমাজসেবা বিভাগঃ উপজেলা সমাজসেবা অফিসার সভায় জানান যে,  সরকার ২০১৫-২০১৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাভুক্ত বয়স্কভাতাভোগীদেও সংখ্যা ১০% বিধাব ভাতাভোগীর সংখ্যা ১০% এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৫০% বৃদ্ধি করেছেন।

এমতাবস্থায় তিনি সভায় উপস্থিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে উলেস্নখিত  সকল ভাতাগ্রহিতার তালিকা  প্রস্ত্তত করার জন্য অনুরোধ জানান। 

 

 

 

সভায় এ ব্যাপাওে বিসত্মারিত আলোচনামেত্ম চেয়ারম্যানগণ অধিক যাচাই বাছাইক্রমে উপযুক্ত ব্যক্তিদের নামের তালিকা প্রেরনের জন্য সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

উপজেলা সমাজসেবা অফিসার

ও  চেয়ারম্যান (সকল) ইউপি। 

১০। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ

            উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার জানান যে, এ উপজেলায় বিজ্ঞান ল্যাব স্থাপনের নিমিত্তে সিলেকশন কমিটি কর্তৃক ৬টি বিদ্যালয়ের তালিকা প্রেরণ করা হয়েছে। , সহকারী প্রধান শিÿকগনের ৩৫ দিনের  প্রশিÿণ কোর্সে একজন শিÿক প্রশিÿণ করেছেন। আইটি ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট ফলো আপ প্রশিÿণ ৫ দিনের ৫ জন শিÿক প্রশিÿণ গ্রহণ করেছে।  এ উপজেলায় মধ্যমিক সত্মওে মোট বইয়ের চাহিদা রয়েছে ২,৩৮,২৮৫টি  এবং পাওয়া গেছে ১,৯২,৭৯০টি, দাখিল পর্যায়ে চাহিদা ৩০৪২০টি এবং প্রাপ্তি৮১২০টি, ইবতেদায়ী ১৪৯৯০টি এবং পাওয়া গেছে ৬৪০০টি। বিভাগীয় অন্যান্য কর্যক্রম স্বাভাবিকভাবে চলছে।  

প্রতিটি স্কুলে নিয়মিত পরিদর্শন সহ শিক্ষক ও অভিভাবকদের সাথে পরামর্শ সভা করতে  হবে।  পাশের হার শতভাগ যাতে হয় সে ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

১১। উপজেলা শিক্ষা অফিসঃ

উপজেলা শিÿা অফিসার সভায় জানান যে, ২০১৪ সালের সমাপনী পরীক্ষায় শতভাগ উপস্থিতি ও শতভাগ পাশের লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত কর্মপরিকল্পনার আওতায় ২য় সাময়িক পরীক্ষায় অনুপস্থিত, অকৃতকার্য, ৪০% এর নিচে নম্বর প্রাপ্ত ঝুকিপূর্ণ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য এবং শতভাগ পাশের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সেপ্টেম্বর ২০১৫ মাসে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সম্বনয় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমসহ বিদ্যালয়ের যাবর্তীয় কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল প্রধান শিক্ষকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করছেন।

প্রতিটি স্কুল নিয়মিত পরিদর্শন করতে হবে। ঝরে পরা রোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ ও

উপজেলা শিক্ষা অফিসার।

১২। খাদ্য বিভাগঃ

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান যে,  আশুগঞ্জ খাদ্য গুদামে ৩৩৩২.৫৬৪ মে: টন চাল ও ৫৯.৪১৯ মে:টন গম মজুদ রয়েছে। চুক্তিকৃত  ১৯৭ টি সিদ্ধ চালকলের নিকট হতে বোরো সংগ্রহ কার্যক্রমে ১৬৭৪৩ মে:টন চাল সংগ্রহ করা হয়েছে ও আতপ চুক্তকৃত ৫৩ টি চালকল হতে ১২৪৬২.২০০ মে: টন  চাল সংগ্রহ করা হয়েছে।  সংগ্রহ মূল্য সিদ্ধ চাল ৩২/-  প্রতি কেজি এবং আতব  চাল ৩১/- টাকা প্রতি কেজি।  সংগ্রহের সময় সীমা ছিল ১লা মে ২০১৫ হে ৭ ই অক্টোবর ২০১৫ পর্যমত্ম। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে চলছে।

 চালের আদ্রতা ও গুনগতমান বজায় রেখে বোরো  আতপ সংগ্রহ করতে হবে। কোন ভাবেই নিমণমানের  চাল সংগ্রহ করা যাবেনা।

উপজেলা খাদ্য  নিয়ন্ত্রক

১৩। মহিলা বিষয়কঃ

  ক) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভাকে জানান যে, আশুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে  সেপ্টেম্বর ২০১৫ মাসের অগ্রগতি নিমণরম্নপ।

ক) ক্ষুদ্র ঋণঃ আদায়ের হার চলমান ৯০%

খ) মাতৃত্ব ভাতাঃ  নতুন সুবিধাভোগী নির্বাচন পূর্বক শ্রীগ্রই তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং সফট কপি দেওয়ার জন্য সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানান।

গ) ভিজিডিঃ ভিজিডি বিতরণ সম্পন্ন হয়েছে।  

ঘ) নারী ও শিশু নির্যাতনঃ  এ মাসে কোন অভিযোগ পাওয়া যায়নি। সর্বমোট ৬৪ টি আবেদন নিস্পত্তি করা হয়েছে।

ঙ) সেচ্ছা সেবী সংগঠন: নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

সকল ইউপি চেয়ারম্যান নিয়মিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী যথাসময়ে প্রেরণ করতে হবে। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ও

চেয়ারম্যান সকল ইউপি।

১৪। সমবায় বিভাগঃ

 উপজেলা সমবায় অফিসার সভায় জানান যে, মোট সমিতির সংখ্যা ৫৭টি, মোট অডিট বরাদ্দকৃত সমিতির সংখ্যা  ক) বিভাগীয় ৫৭ টি খ) পাউবো ১১টি, অডিট সম্পাদনকৃত সমিতির সংখ্যা  ক) বিভাগীয় ২৬টি খ০পাউবো ৩টি২০১৩-২০১৪ অর্থ বছরে অডিট সেস ধার্য ৪০,৫৭১/-, আদায় ২১২১৮/-, সমবায় উন্নয়ন তহবিল ধার্য্য ১,০৮,১২৪/-, আদায় ৫১১১২/-। সমবায় সমিতি পরিদর্শন সংখ্যা্ ১৮ টি। 

সমিতি নিবন্ধনের জন্য জনগনকে উৎসাহ প্রদান করতে হবে। যাচাই বাছাই করে নিবন্ধন করার প্রসত্মাব প্রেরণ করতে হবে।

 

উপজেলা সমবায় অফিসার, আশুগঞ্জ ।

  ১৫। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগঃ    উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল জানান যে,  চরসোনারামপুর রেজি: সর: প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশবস্নক নির্মানের জন্য প্রকল্প পরিচালকের অনুমতির জন্য পত্র দেওয়া হয় এবং পি কে দাশের তালিকায় ২ টি বরাদ্দ ওয়াশবস্নক নাই এর জন্য  উক্ত বিদ্যালয়ের ওয়াশবস্নক নির্মানের অনুমতি দেওয়া যায়নাই। এখ নপর্যমত্ম কোন নলকহপ বরাদ্দ পাওয়া যায়নি।

 

 

 

কাজের গুনগত মান ঠিকরাখতে হবে।

 

উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,

চেয়ারম্যান সকল ইউপি,  আশুগঞ্জ।

১৬। যুব উন্নয়ন বিভাগঃ

 উপজেলা  যুব উন্নয়ন অফিসার জানান যে,  ২০১৫-২০১৬ অর্থবছওে ৮০ জন যুবক/যুব মহিলাকে প্রশিÿণ প্রদান করা হয়েছে।  ক্রমপুঞ্চিতভাতে ৪৩০২ জন যুবক/যুব মহিলাকে ৩,০০,০০০/- (তিন লÿ) টাকা  ঋণ প্রদান করা হয়েছে। ক্রমপুঞ্জত ভাবে ১,১৫,৮২,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে। অফিসের অন্যান্য কাজ স্বাভাবিক ভাবে চলছে।

 

শিক্ষিত বেকার যুবক/যুবতীদের প্রশিক্ষনের উদ্বুদ্ধ করতে হবে এবং  কর্মমূখী প্রশিক্ষণ দিতে হবে।

 

উপজেলা  যুব উন্নয়ন অফিসার।

 

 

 

১৭। উপজেলা পলস্নী উন্নয়ন অফিস।

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা জানান যে, আশুগঞ্জ উপজেলায় ৩০ জন সদস্যকে মোট ৭.৮০লÿ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।এই প্রকেল্পে ঋণ আদায় করা হয় ৪.৯০লÿ টাকা । পদাবিক প্রকল্পের ক্রমপুঞ্জিত ঋণ আদায়ের হার ৮৮%

প্রকল্পের নাম

শুরম্ন থেকে ঋন বিতরণ

শুরম্ন থেকে আদায় যোগ্য

শুরম্ন থেকে আদায়

শুরম্ন থেকে বকেয়া

আদায়ের হার

পদাবিক

২৬৯.৫৩

২৫১.২৬

২২৫.৩৮

৪৪.১৫

৮৯%

মুক্তিযোদ্ধা প্রকল্প

১০.৮০

১০.৮০

৮.৪৬

২.৩৪

৭৮%

পলস্নী প্রগতি প্রকল্প

৭৬.৭৫

৭৬.৭৫

৫০.৫৬

২৬.১০

৬৬%

 

 খেলাপী ঋণ আদায়ে আরো সচেষ্ট থাকতে হবে।

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, আশুগঞ্জ।

১৮।  একটি বাড়ি একটি খামার:

উপজেলা সমন্বয়ক  একটি  বাড়ি একটি খামার প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক সঞ্চয় আদায়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী অগ্রগতির উপস্থাপন করেন।

ক্র.

নং

ইউনিয়ন কোড ও ইউনিয়নের

   নাম

সদস্যদের নিজস্ব সঞ্চয়ের পরিমান

সরকার প্রদত্ত বোনাসের পরিমান

সরকার প্রদত্ত ঋণ তহবিলের পরিমান

মোট তহবিলের পরিমান

মোট ঋণ বিতরনের পরিমান

মোট ঋণ আদায়ের পরিমান

০১

১২-

আড়াইসিধা

      ৬.৪৪

     ৬.২০

১৪.৯২

২৭.৫৬

৯.৪০

১৮৫+০.১৪

০২

১৪-আশুগঞ্জ

 সদর

১৭.৫২

    ১৫.২৬

২৮.৮৯

 

৬১.৬৭

৩৪.৫০

৯.৭৬+০.৭৮

০৩

২৬-

চরচারতলা

৫.১১

৫.০৩

১৬.৪২

২৬.৫৬

৮.৭০

১.৭০+০.১৩

০৪

৩৮-দূর্গাপুর

২০.৭৭

১৬.৩৩

২৮.৮৯

৬৫.৯৯

৫৭.৩০

১৭.৭৮+১.৪২

০৫

৪২-লালপুর

১৭.৬২

১৭.৫২

২১.৬৭

৫৬.৮১

১৫.৭০

০.৩০+০.০২

০৬

৭৪-তালশহর

১৯.৫৬

১৪.৭৯

২৮.৮৯

৬৩.২৪

৫৩.০০

১৬.৯৩+১.৩৩

০৭

৭৭-শরীফপুর

১২.৬৯

১০.৭০

২৮.৬৮

৫২.০৭

২৬.৪০

১১.৯৫+০.৯৫

০৮

৮৩-তারুয়া

৭.৬৬

৭.০০

১৭.১৭

৩১.৮৩

১১.৯০

০.৯৮+০.০৭

 

সর্বমোট

উপজেলায় =

১০৭.৪০

৯২.৮৬

১৮৫.৫৮

৩৮৫.৮৪

২১৬.৯০

৬৬.০৯

 

 

 

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল সদস্যদেরকে উঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে। যে সকল সংগঠনে সদস্য সংখ্য ৬০ জন হয়নি সে সমসত্ম সংগঠনে  সদস্য সংখ্য যেন ৬০  জন হয় সে বিষয়ে তৎপর হতে হবে।  সঞ্চয় জমা ও বকেয়া আদায়ে অধিকতর তৎপর হতে হবে। 

 

উপজেলা সমন্বয়কারী, এবাএখা।

১৯। উপজেলা আনসার ও ভিডিপিঃ

 ক) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সভায় জানান যে,  জুলাই২০১৫ মাসে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় হতে ৪ জন ভিডিপি পুরম্নষ প্রশিÿনার্থী কম্পিউটার প্রশিÿণে এবং ০১ জন ভিডিপি পরম্নষ প্রশিÿনার্থীকে পাইপ ফিটিং প্রশিÿণে এবং ০১ জন ভিডিপি মহিলাকে  মোবাইল সার্ভিসিং প্রশিÿণে প্রেণ করা  হয়েছে।

ক) বেকার যুবকদের প্রশিক্ষণ অব্যহত রাখতে হবে। 

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

২০। উপজেলা পরিসংখ্যান বিভাগঃ

ক)  মনিটরিং  দি  সিচুয়েশন  অফ  ভাইটাল  ষ্ট্যাটিসটিকস অফ বাংলাদেশ ( এম এস ভি এস বি)

     প্রকল্পের শরীফপুর  ইউনিয়নের  দÿÿণ তারম্নয়া  গ্রামের আদমশুমারি ও গৃহগণনা ২০১১ এর

     গণনা এলাকা নং- ০৪ থেকে স্থানীয় রেজিষ্টার আগষ্ট/২০১৫ খ্রিঃ মাসের  জন্ম ও  মৃতহ্য

     সংক্রামত্ম  তথ্য সংগ্রহ করেছেন।বাংলাদেশ পরিসংখ্যান ব্যূরো,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা

     বিভাগ এর তত্বাবধানে সমগ্র দেশব্যাপী কারিগরী ও বৃত্তিমূলক শিÿা ও প্রশিÿণ প্রতিষ্ঠান   

     শুমারি/২০১৫, আগামি ০১ সেপ্টেম্বর/১৫  হতে ১০ সেপ্টেম্বর/১৫ তারিখ পর্যমত্ম অনুষ্ঠিত হবে।

     উক্ত শুমারি কাজে সম্মানিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।

 

 সুমারীর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

উপজেলা পরিসংখ্যান অফিসার।

২১। উপজেলা বন বিভাগ:

উপজেলা বন কর্মকর্তা সভায় জানান যে,  জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিনামূল্যে চারা বিতরনের নিমিত্তে মামনীয় সংসদ সদস্য মহোদয়েল অনুমোদনক্রমে আশুগঞ্জ উপজেলায় ২৭০০০ টি বিবিধ জাতের চারা বিতরণ করা হয়েছে। তাছাড়া আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের ২০১১-২০১২  ও ২০১২-২০১৩ আর্থিক সনে ৬০কি: মিবাগান সৃজন করা হয় এবং উক্ত বাগানে স্থানীয় জনগোষ্টির ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া বিভিন্ন শিÿা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। আশুগঞ্জ উপজেলার বন বিভাগের কাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিস হতে পরিচালিত হয়ে আসছে। কাজের দ্রম্নততার জন্য এ উপজেলায় চারা উত্তোলনের জন্য একটি নারসারির জায়গা ও দাপ্তরিক কাজের জন্য একটি অফিস কÿ প্রয়োজন। সভাপতি জানান যে, উপজেলা বন বিভাগের নারসারীর জন্য উপজেলা ডরমেটরী ও চেয়ারম্যান কার্যালয়ের মধ্যেবর্তী খালি জায়গায়  নারসারী করা যেতে পারে মর্মে মতামত ব্যক্ত করেন।

উপজেলা ডরমেটরির দÿÿন পাশে এবং চেয়ারম্যান কার্যালয়েল উত্তর পাশে খালি জায়গায় নারসারী স্থাপনের সিদ্ধামত্ম গৃহীত হয়।  এছাড়া প্রতিটি সরকারী রাসত্মায় পতিত জায়গায় চারা রোপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপজেলা বন কর্মকর্তা, আশুগঞ্জ।

২২। পলস্নী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনঃ

উপজেলা পলস্নী দারিদ্র বিমোচন কর্মকর্তা সভাকে জানান যে, চলতি ২০১৪-২০১৫  অর্থবৎসরে আগস্ট/২০১৫ পর্যমত্ম সার্বিক ঋণ কার্যক্রম খুবই সমেত্মাষজনক। নিম্নে একনজরে আশুগঞ্জ উপজেলার ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম দেয়া হলো।

 

বর্তমান ধারা অব্যাহত রাখতে হবে।

 

পলস্নী দারিদ্র বিমোচন কর্মকর্তা ।

 

ইউনি য়নের নাম

মোট সমিতির সংখ্যা

মোট সদস্য সংখ্যা

সেপ্টেম্বর/১৫ মাসে ঋণ বিতরন

মাঠে পাওনা ঋণ

খেলাপী ঋণ

বার্ষিক ঋণ আদায় হার

 মোট সঞ্চয় জমা

চরচারতলা

১৫

৭৬০

৮৭.৭৮

৮১.৮৮

৬.৮০

৯৭%

৩০.২০

আশুগঞ্জ

৪১০

৪৭.৩৫

৪৪.২০

৫.৯০

৯৬%

২৫.৩০

আড়াইসিধা

৩১২

৩৬.৪০

৩৩.৬০

৪.৭০

৯৬%

১৫.৮০

লালপুর

২২০

২৫.৪৫

২৮.৩০

৯.৮০

৯৩%

১২.৮০

দূর্গাপুর

২১০

২৩.৮৮

১৮.৪৮

১.৬৫

৯৮%

৩.৭০

তালশহর

৭০

৮.০৮

৭.১০

 

১০০%

১.৮০

সর্বমোট

৪৩

১৯৮২

২২৮.৯৪

২১৩.৫৬

২৮.৮৫

৯৬%

৮৯.৬০

 

 

২৩। বিবিধ:

ক)  উপজেলা নির্বাহী অফিসার জানান যে, সেপ্টেম্বর/২০১৫ মাসের আপ্যায়ন বিল বাবদ ২০,০০০/-ও মনোহরী দ্রব্যাদি ক্রয়ের বিল বাবদ ৪০০০/-  সভায়  উপস্থাপন করা হয়।

 

প্রয়োজন।

খ)    চেয়ারম্যান আশুগঞ্জ সদর ইউপি জানান যে, তাঁর ইউনিয়নের দফাদারের পদটি গত ০৪/০২/২০১৫ খ্রি: তারিখ হতে শুন্য রয়েছে। উক্ত পদে মহালস্নাদার জনাব শাহনেওয়াজ কে উক্ত পদে পদোন্নতি প্রদানের বিষয়ে বিগত ০৯/০৭/২০১৫খ্রি: তারিখের ইউনিয়ন পরিষদের সভায় অনুমোদন প্রদান করা হয়। জনাব শাহনেওয়াজ মহালস্নাদারকে দফাদার পদে অনুমোদনের জন্য সভায় উপস্থান করেন।

 

 

 

 

 

 

 জনাব শাহনেওয়াজ কে দফাদার হতে মহালস্নাদার পদে পদোন্নতি বিষয়টি অনুমোদিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

 

 

খ)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক  শাখা-২ এর ২৯/৯/০৯ ইং

তারিখের নং-স্বম(রাজ-২)/জেএমবি/২৯-২০০৭/১১০৩ ও মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ পর্যায় সাধারণ প্রশাসক অধিশাখায় ১১/১১/০৭ ইং তারিখের নং-পরি/মাপসাপ্র/৫(২৭)/৮৮/৬৪২ স্মারকের প্রেরিত জঙ্গীবাদ/সন্ত্রাসবাদের কুফল সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করণ পত্রের বিষয়ে সভায় আলোচনা করা হয় ।

খ) জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে জঙ্গী তৎপরতা রোধ কল্পে ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভায় বিসত্মারিত আলোচনা করতে হবে এবং সভার কার্যবিবরণী উর্ধ্বতন কর্তৃপÿÿর নিকট প্রেরণ করতে হবে।

চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ (সকল)।

    

                                         

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

                                                                                                                                                                                                                                               

(আবু আসিফ আহমেদ)

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

স্মারক নং-০৫.০০০.২৯৬.৫৬১.০২.০০২.২০১৫-                                                                                তারিখঃ       /১০/২০১৫ খ্রিঃ।

সদয় জ্ঞাতার্থেঃ                                                                                

০১। এডভোকেট জনাব মোঃ জিয়াউল হক মৃধা, মাননীয় সংসদ সদস্য,

          ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২।            

উপজেলা নির্বাহী অফিসার

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

 

স্মারক নং-০৫.০০০.২৯৬.৫৬১.০২.০০২.২০১৫-                                                                                তারিখঃ       /১০/২০১৫ খ্রিঃ।

অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ

০১।        মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০২।       সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০৩।       সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায়

             মন্ত্রণালয়, বাংলদেশ সচিবালয়,ঢাকা ।    

০৪।        বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

০৫।        পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম।

০৬।       জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া।

উপজেলা নির্বাহী অফিসার

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

স্মারক নং-০৫.০০০.২৯৬.৫৬১.০২.০০২.২০১৫-                                                                                তারিখঃ       /১০/২০১৫ খ্রিঃ।

                        জ্ঞাতার্থে ও কার্যার্থেঃ

০১। ভাইস চেয়ারম্যান, পুরম্নষ/মহিলা, উপজেলা পরিষদ, আশুগঞ্জ।

০২। উপজেলা ...................................................... কর্মকর্তা, আশুগঞ্জ

০২। চেয়ারম্যান, আশুগঞ্জ/চরচারতলা/দূর্গাপুর/তালশহর (পঃ)/

         আড়াইসিধা/শরীফপুর/লালপুর ইউনিয়ন পরিষদ।

০৩। জনাব ...........................................................

০৪।  অফিস কপি ।

 

উপজেলা নির্বাহী অফিসার

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।